নিজস্ব প্রতিবেদক॥ জাতির জনব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং আদালত কর্তৃক মীমাংসিত কোনো বিষয় নিয়ে অনলাইনে অপপ্রচার বা মদদ দিলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের বিধান রাখা হচ্ছে আইনে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ তে এই বিধান রাখা হয়েছে। আইন অপরাধের সর্বনি¤œ শাস্তি তিন বছরের কারাগন্ডের কথা বলা হয়েছে। আইনে অপরাধের সর্বনি¤œ শাস্তি তিন বছরের কারাদন্ডের কথা বলা হয়েছে। কারাদন্ডের পাশাপাশি এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে আইনে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো: শফিউল আলম এ কথা জানিয়েছেন।