ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে মাদক সম্রাট খ্যাত মোঃ রফিজ ওরফে রহিজ মিয়া (৪৫) নিহত হয়েছে। নিহত রহিজ মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর মিয়ার পুত্র।
অফিসার্স ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের জানান, গত সোমবার (২২ আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে বিশেষ অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট সহ রহিজ মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ ওই রাতে রহিজ মিয়াকে তার স্বীকারোক্তিনুযায়ী গোপীনাথপুর গ্রামের কোনাপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করতে যায়। এ সময় রহিজ মিয়ার সহযোগী চোরাকারবারীরা রহিজ মিয়াকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পালটা শটগানের ১৩ রাউন্ড কার্তুজ ফায়ার করে। এতে এস.আই বেলাল হোসেন, এস.আই সোহেল শিকদার সহ ৫ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ হেফাজতে থাকা মাদক সম্রাট রহিজ মিয়াও এসময় আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি দেশীয় এল.জি, ২ রাউন্ড কার্তুজের খোসা, ৪ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি রাম দা, ১৫ কেজি ভারতীয় গাঁজা ও ৯০ পিস মদের বোতল উদ্ধার করে। নিহত রহিজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন সহ ১৩টি মামলা রয়েছে।