ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ২২ আগষ্ট, সোমবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সিভিলা সার্জন ডা: হাসিনা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়াসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।