নৈতিকতা ও আদর্শ বিবর্জিত মানুষ কোন দিন নেতা হতে পারে না। যাহার মধ্যে নীতি আদর্শ নাই, তার কোন মূল্যাবেধা ও নাই, নীতি আদর্শ বিবর্জীত লোক দ্বারা যেন কোন অন্যায় কাজ করা সম্ভব। নীতি আদর্শহীন লোকজন সবসময় স্বার্থের পিছনে দৌঁড়াতে থাকে, তাদের উদ্দেশ্য একটাই নিজেদের আখের গোছানো। দলের কর্মীদের মূল্যায়ন হচ্ছে কিনা, কল্যাণ জনগণের দৌড় গোড়ায় পৌছেছে কিনা সেদিকে তাদের খেয়াল নাই। তারা সারাক্ষণা ব্যস্ত থাকে নিজেকে নিয়ে, কিভাবে দলের সৎ ও আদর্শবান নেতা ও কর্মীদের দুরে রাখা যায় সেই চেষ্টায় তারা মরিয়া, মনে রাখবেন টাকা দিয়ে নীতি ও আদর্শ কে কেনা যায়না, মানুষের ভাল বাসাও পাওয়া যায়না, যদি কেনা যাইতো তাহলে সেদিন বংগবন্ধুকে পশ্চিমা শাসক গোষ্ঠী কিনে ফেলতো। তাই যে কোন দলের উদিয়মান তরুণ নেতাদের বলছি নীতি ও আদর্শের পিছনে ছুটাছুটি করুন, অর্থ ও দূর্নীতিবাজদের পিছনে ছুটবেন না, নীতি আদর্শ ঠিক থাকলে অর্থ ও দূর্নীতিবাজরাই আপনার পিছনে ছুটবে… চারিদিকে আপনার জয়গান শোনা যাবে….ছলবে।