ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ কসবায় মাদক,চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভায় উত্তর-পূর্ব রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মো.খলিকুজ্জামান পিএসসি বলেন, জনগনের সম্পৃক্ততা ছাড়া বিজিবি’র পক্ষে এ ধরনের সামাজিক ব্যাধি দূর করা যাবেনা। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা স্বার্থক হবে না যদি কিনা আমাদের সামাজিক মল্যবোধ ভেংগে যায়। সে জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র কসবা-আখাউড়া এলাকার ৬৮ কিলোমিটার এলাকা দিয়ে গত একমাসে ১ কোটি টাকার মাদক প্রবেশ করেছে। সারা বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে যদি এভাবে মাদক প্রবেশ করে তাহলে বাংলাদেশের অবস্থা কী দাড়াচ্ছে আপনারাই বিবেচনা করুন। তিনি প্রতিটি এলাকায় চোরাচালান প্রতিরোধ কমিটি গঠনের গুরুত্ব আরোপ করেন।
লে:কর্ণেল মো.শাহ আলীর (ইঞ্জিনিয়ার) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, ড.সাইদ ফারুক, মাই টিভি’র জেলা প্রতিনিধি আফম কাউসার ইমরান প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।