মাহতাব লিটন, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি॥ মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারি সংস্থা ল্যাম্ব দুর্যোগ ও ঝুকি হ্রাস প্রকল্পের উদ্দ্যোগে ও টিয়ার ফান্ড এর অর্থায়নে উপজেলার ১০ নারীর আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দবিরুল ইসলাম, ডেপুটি কমান্ডার এখলাছুর রহমান।
নবাবগঞ্জ ল্যাম্বের প্রকল্প কর্মকর্তা উৎপল মিনজ জানান ১০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়ার পর সেলাই মেশিন ও সনদ দেওয়া হয়েছে।