বিশ্বকাপ বাছাইপর্বে আজেন্টিনা বনাম উরুগুয়ের খেলায় মেসির অবসর ভেঙ্গে জাতীয় দলে স্বরূপে ফেরা এবং ডুবন্ত দলকে বাছাপর্বে টিকে থাকার যুদ্ধে জিইয়ে রাখলেন। প্রথমার্ধের নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে জাদুকরি গোল করে দলকে এগিয়ে নিলেন। প্রথমার্ধের শেষ বাসি বাজার আগেই বনেগার লালকার্ডে আর্জেন্টির দলে কালোমেঘের ছায়া স্পর্শ করে। কিন্তু না দ্বিতীয়ার্ধে মরণপন খেলে দলকে জয়ী করে দলের মনোবল এবং শক্তির প্রকাশ ঘটালো। আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ এবং মেসির অবসর ভেঙ্গে ফিরে আসাটা দারুন উপভোগ করলো লক্ষকোটি ফুটবলপ্রেমী দর্শক।