ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কসবায় হত দরিদ্রদের মাঝে চাল বিক্রি শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার কুটি বাজারের মো. কাউসার ও মোহাম্মদ আলী ডিলারের দোকানে প্রতিজন ১০ টাকা হারে ৩০ কেজি চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । এ কায
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন;, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কুটি ইউনিয়ন চেয়ারম্যান মো.নজরুল ইসলাম জিতু, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সাইদুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. মোখলেছুর রহমান লিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজ। এ ছাড়াও ওই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতোমধ্যে পুরো উপজেলায় ১৯ জন ডিলার নিয়োগ করা হইয়াছে এবং ৬ হাজার হত দরিদ্রদের মানুষকে ১০টাকা দরে চাল ক্রয়ের জন্য কার্ড ইস্যু করা হয়েছে। সেপ্টেম্বও মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিমাসে একজন পল্লী রেশনিং কার্ডের জন্য ৩০ কেজি চাল ৩ শত টাকার বিনিময়ে ডিলারগন সরবরাহ করবেন।