ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ গত শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে শশই ইসলামপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। চারজনকে আহত অবস্থায় সদর হাসপাতালের পাঠানো হলে সেখানে আর একজন মারা যান। নিহতদের সবার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমি নিহত ও আহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন আহতদের শিফা দান এবং নিহতদের জান্নাত দান করেন আমিন।