জীবন, নিউইয়র্ক প্রতিনিধি॥ দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রবাসী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। দেশে মর্ধবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সরকারের মেয়াদ শেষে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে।