আর্তনাদ
স্বরচিত এডঃ হারুনুর রশিদ খান
শোন, শোন আকাশে-বাতাসে করুন আর্তদানের ধ্বনি
ওরা কারা প্রান রক্ষার করুন রোদনে রোদসী করেছে –ভারী,
ওরা শিশু ওরা কিশোর,ওরা নিস্পাপ,ওরা ভবিষ্যৎ,
তারা কারা ওদের প্রান করেছে নাশ?
তারা ঘাতক ঘাতকীনি,তারা মহা পাপী,
জাগ,জাগ ধর ধর তাদের বন্দী কর।
তারা নয়তো মানুষ, নয়তো পশু,নয়তো কীট- পতঙ্গ,
তারা হলো রাক্ষস-রাক্ষসীনি কূল,
তারা যে পরকীয়ায় মশগুল,
তারা যে বিকৃত মস্তিস্ক করেছে ধারণ,
কে শিশু,কে কিশোর, কে সন্তান নেই কোন হুশ,
ওহে পশু,ওহে পাপিষ্ট, ওহে নরাধম,
হবে তোদের কবে হুশ।