অসহায় দরিদ্র নারীদের জন্য জিডিপির শতকরা ২ শতাংশ সামাজিক নিরাপত্তা খাতে ব্যায়
চালু রয়েছে দু:স্থ নারী ভাতা, মাতৃত্বকালীন এবং দুগ্ধদায়ী মায়ের জন্য ভাতা, অক্ষম মায়ের ভাতা, তালাপ্রাপ্তা ভাতাৎ
মীন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে মাত্র ৫% সেবামূল্যের বিনিময়ে ক্ষুদ্রঋণ
নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ তহবিলের ১০% সেবামূল্যের বিনিময়ে ক্ষুদ্রঋণ।
নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ তহবিলের ১০% এবং বাণিজ্যিক খাতের ১০% ঋণ
প্রায় ৩৮ লক্ষ নারী তৈরী পোষাক কারখানায় কর্মরত
নারী উদ্যোক্তারা ২৫ লাখ টাকা পর্যন্ত এসএমই ঋণ সুবিধা পাচ্ছেন।