এম রেজাউল করিম ও সজিব ঘোষ॥ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফেসবুক বেশি সময় দিতে গিয়ে টেক্সট বুক (পড়ার বই) ভুলে যেতে না করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে গ্রামীণফোন আয়োজিত ‘কাষ্টমার ফার্ষ্ট যে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন ২০০৮ সাল থেকে পড়ার বইয়ে বিষয় হিসেবে আইসিটি যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা তথ্যপ্রযুক্তির আওতায় এনেছি। যষ্ঠ শ্রেণী থেকেই যুক্ত হচ্ছে প্রযুক্তির সাথে, শিক্ষার্থীরা বেড়ে উঠছে প্রোগ্রামিং জ্ঞান নিয়ে। কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ইন্টারনেট আসক্ত হয়ে যাওয়া যাবে না। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে পাঠ্যবই ভুলে যাওয়া চলবে না।’
তিনি বলেন, ‘আগে বলা হতো, বড় হতে হলে ভালো করে গণিত-ইংরেজী চর্চা করো তাহলে পড়ালেখায় ভালো করবে। এখন তার সাথে প্রোগ্রামিং কোডিংটাও শিখতে বলা হয়। কারণ, বর্তমান বিশ্বে ফেসবুক গুগল প্রতিষ্ঠাতা জাকারবার্গ, ল্যারি পেইজের মত মানুষেরা বিখ্যাত হয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সবার প্রীয় জুনায়েত ভাই বলেন ‘আমরা সাইবার জগতকে নিরাপত্তা দেয়ার জন্য একটা ইন্টারনেট লিটারিসি সেল করবো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন করা হবে। সেই সাথে আগামী বছর থেকে সচেতন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং ইন্টারনেটকে নিরাপদ রাখার জন্য কাজ করে এমন ব্যবহারকারী ছাত্র-ছাত্রীদেরকে ‘ইন্টারনেট হিরো’ হিসেবে পুরস্কৃত করতে চাই। তারা ইন্টারনেটের জগতে খারাপের বিপক্ষে, ভালো’র পক্ষে, সদ্বব্যবহার করা এবং নিরাপদ রাখা নিয়ে কাজ করবে।’
অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সাথে সরকারের আইসিটি ডিভিশনের পক্ষ থেকে একটি থ্রিডি প্রিন্টার দেয়া হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো: আবদুল হান্নান। এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামীনফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি।