ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ গত ২৪ / ৯ / ১৬ তারিখ রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক জনাব এ কে এম শহীদুল হক। আরো উপস্থিত ছিলেন পুলিশের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সমাবেশে জেলার সকল মুক্তযোদ্ধারা উপস্থিত ছিলেন। দেশের ক্রান্তিলগ্নে তারা এক এবং সরকারের যে কোন প্রয়োজনে আবারো ঝাপিয়ে পড়ার দৃপ্ত শপথে অঙ্গিকারাবদ্ধ। সমাবেশে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং সকল অন্যায়ের বিরুদ্দে সোচ্চার থাকার আহবান এবং জনসম্পৃক্ততা বাড়ানোর জোর তাগিদ দেন। ছেলে-মেয়েদের দিকে নজর দেয়ারও আহবান জানান যাতে করে কোন সন্তান আর বিপথে না যায় এবং দেশের বৃহত্তর কল্যাণে ব্যাঘাত সৃষ্টি না করে। কসবা মুক্তিযোদ্ধ কমান্ডের আহবানে সাড়া দিয়ে সবাই একত্রে বাসযোগে সমাবেশে যোগাদান করে পুলিশের হাতকে শক্তিশালী করতে বলিষ্ট ভুমিকা রাখে। বীর মুক্তিযোদ্ধ এম হাফিজুল ইসলাম উক্ত সভায় উপস্থিত থেকে সভার সাফল্য কামনা করে এবং উক্ত সভাটি ফলপ্রসুতায় পরিণত হয়েছে বলে আমাদের প্রতিনিধিকে বলেন।
এই ধরনের সভা আয়োজন আশু প্রয়োজন। একমাস অন্তর অন্তর করা গেলে আরো ফলপ্রসু হবে পুলিশের মহৎ উদ্যোগ। আগামী দিনের পুলিশ হবে জনবান্ধব এবং সেবা পরায়ন আশরাফুল মাখলুকাত এবং সেরা জীব।