নজরুল ইসলাম॥ আসাদুজ্জামান মিয়াকে সকলের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য অনেক ধন্যবাদ। জনগণকে বলছি, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় মহল থেকেই ঘোষণা এসেছে আযান ও নামাজের সময় পূজা মন্ডপে বাদ্য-ঢোল-সাউন্ড বক্স বাজানো যাবে না। তাই মন্ডপগুলো যদি এ আইন না মানে, তবে ডাইরেক্ট পুলিশ হেডকোয়ার্টার, জেলা পুলিশের ডিসি আর থানার ওসিকে ফোন দিবেন এবং মন্ডপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন। আমরা সকলের সার্বিক শান্তিপুর্ণ সহাবস্থান এবং ধর্ম পালনের নিশ্চয়তার স্থীতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
