তাজুল ইসলাম॥ অবশেষে এক নতুন উচ্চতায় বাংলাদেশ। উন্নত দেশের আদলে স্মার্ট কাড বিতরন এর মাধ্যমে এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই একটি স্মার্ট কাডের মাধ্যমেই নাগরিকগন খুব সহজেই তাদের প্রয়োজনীয় অনেক গুলো নাগরিক সুবিধা মুহুরতেই লাভ করতে পারবেন। দেশরতেœর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবেই।