তাজুল ইসলাম॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নির্লোভ রাজনীতিবীদ এবং একাধারে সরকার প্রধানও বটে। তার বিখ্যাত উক্তিটি তাকে এবং অভিলাষকে প্রকাশ করতেই যথেষ্ট। তিনি বলেছেন দল তাকে অবসরের সুযোগ দিলে তিনি খুশি এবং অবসর থেকেই দলকে তিনি সহযোগীতা করে যাবেন। এটাই একটি মহৎ চিন্তা এবং ব্যক্তির বাজ্যিক প্রকাশ। আমার জানি দল ও দেশ তাকে চায় তাঁর জীবনের শেষদিন পর্যন্ত। কারণ এই নির্লোভ মানুষটির হাত ধরেই দেশ ও দল এগিয়ে যাবে উন্নত বিশ্বের তালিকায়। আল্লাহ তাকে দীর্ঘজীকি করুন এটাই দেশবাসির কামনা।