টিআইএন॥ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে গিয়ে দেখা যায় ফুটপাতের জায়গা দখল করে আছে বিত্তশালীরা। একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, গুলশান, বনানী ও উত্তরায় হকার উচ্ছেদ করতে গিয়ে দেখি দেশের অন্যতম প্রভাবশালী বিত্তবানদের কাছে ফুটপাতের জায়গা রয়েছে।
তিনি আরো বলেন, আমরা তাদের ভদ্রভাবে বলেছি জায়গা দিয়ে দিন। ৯৫ শতাংশ জায়গা দিয়ে দিয়েছেন। ৫ শতাংশ ছাড়ছেন না। সময় থাকতে না ছাড়লেই বুলডোজার। সোমবার ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘কাস্টমার সার্ভিস সপ্তাহ-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, পাবলিক সার্ভিস করতে গেলে কত রকম চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। আমাদের কমিটমেন্ট ছিলো, একটা সুন্দর ঢাকা উপহার দেয়ার। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা কয়েকটি দুঃসাহসিক কাজ করে ফেলেছি। তার পেছনে শক্তি হচ্ছে সরকার। নির্দিষ্ট করে বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী। দেড় বছর পর ঢাকায় অনেক পরিবর্তন দেখতে পাবেন। ২০১৭ সালের মধ্যে পুরো ঢাকা শহরে এলইডি লাইটিং করা হবে বলে জানান মেয়র।