এই আধুনিকতার যুগে আমরা সবাই আধুনিক হয়ে উঠছি। আর সেই সময়ে আমার আধুনিকতা কবিতাটি আপনাদের প্রতি প্রেরণ করছি।

আধুনিকতা
এডঃমোঃহারুনুর রশিদ খান

আধুনিকতার নেশার ঘোরে ছুটছে মানুষ নিবির্চারে,
নকলে পড়েছে নয়ন, ঝলকে মজেছে মন,
ওরা নব্যতার নেশায়, খুঁজছে কড়ি যথায়-তথায়।
আদর্শ-অনাদর্শের নেই যে খেয়াল,
কার সম্পদ, কার অর্থ ভাবিতে নাহি চাহে,
হালের তালে ওরাই মহা-রাজা সাজে।
ওহে সজ্জন সৎ সাহসে বাজাও বাঁশি,
বেজে উঠবে সত্য- ন্যায়ের হাসি।
সমাজে বহিবে আদর্শের রীতি,
বৈষম্য হবে দূর, সমাজে বহিবে মানবতার সুর।
রবে না কদর্যতা, বহিবে ন্যায়ের বার্তা,
হবে প্রকৃত আধুনিকতা।

Leave a Reply

Your email address will not be published.