আধুনিকতা
এডঃমোঃহারুনুর রশিদ খান
আধুনিকতার নেশার ঘোরে ছুটছে মানুষ নিবির্চারে,
নকলে পড়েছে নয়ন, ঝলকে মজেছে মন,
ওরা নব্যতার নেশায়, খুঁজছে কড়ি যথায়-তথায়।
আদর্শ-অনাদর্শের নেই যে খেয়াল,
কার সম্পদ, কার অর্থ ভাবিতে নাহি চাহে,
হালের তালে ওরাই মহা-রাজা সাজে।
ওহে সজ্জন সৎ সাহসে বাজাও বাঁশি,
বেজে উঠবে সত্য- ন্যায়ের হাসি।
সমাজে বহিবে আদর্শের রীতি,
বৈষম্য হবে দূর, সমাজে বহিবে মানবতার সুর।
রবে না কদর্যতা, বহিবে ন্যায়ের বার্তা,
হবে প্রকৃত আধুনিকতা।