ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ কসবায় খাদ্য বিভাগের ১০ টাকা কেজি মূল্যের সেই চাল নিয়ে চলছে চালবাজি।ব্রাক্ষনবাড়ীয়া কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন -ওয়ার্ডের হতদরিদ্রের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরনের কথা থাকলেও বাস্তবে নেই কোন কার্যকারীতা।অনেক হতদরিদ্র ভোক্তারাই অভিযোগ করেছেন এই মূল্যে তারা চাল পাচ্ছেন না সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে।শুধু তাই নয় এই বিষয়ে তাদেরকে অবগতও করা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে।তাছাড়া অনেক হতদরিদ্র ভোক্তাদের নেই কোন কার্ড অপরদিকে কার্ডধারীরা ও বলছেন তারাও পাচ্ছেন না সরকারের ঘোষণা দেয়া এই সুবিধা ।তবে কোথায় গেল সরকারের খাদ্য বিভাগের ১০ টাকা কেজি মূল্যের সেই চাল -এই প্রশ্ন সাধারণ অসহায় হতদরিদ্র মানুষের।এ বিষয়ে সংশ্লিষ্ট উপরস্হ কর্মকর্তা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এ ব্যাপারে সুষ্ঠু ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে এই চাল বিতরনের সাথে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সর্বদায় এড়িয়ে যাচ্ছেন তারা।