আন্তর্জাতিক ডেক্স॥ আমাদের কি সৌভাগ্য। আমাদের দেশের মেয়ে, রক্ত এবং সর্বোপরি বঙ্গবন্ধুর নাতনী এখন ব্রিটিশ সরকারের ছায়ামন্ত্রী। কি আনন্দ এবং গর্ব বাঙ্গালীর। যে ব্রিটিশরা শোষণ করেছিল এই বাংলার মানুষকে এবং তাদের গোলামির অধিনে নিয়েছিল এই উর্বর দেশের উর্বর মস্তির্স্কগুলোকে। আর আজ আমার/ আমাদের আত্মার আত্মীয়/ মেয়ে কিনা চষে বেড়াচ্ছে ব্রিটিশ সা¤্রাজ্য। ব্রিটিশ স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের ছায়ামন্ত্রীর দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী।
টিউলিপ তার ওয়েব সাইট থেকে জানায়, স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের (আর্লি ইয়ার্স এডুকেশন) ছায়ামন্ত্রী হতে পেরে আমি গর্বিত। ব্রিটিশ সংসদ সদস্য অ্যাঞ্জেলো রাইনারের সঙ্গে একত্রে এই বিভাগ নিয়ে কাজ করবেন টিউলিপ। সংসদ সদস্যপদ লাভের পর থেকে দেশটির সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে এই দায়িত্ব পাওয়ার পর তার লক্ষ্য দেশটির প্রি-স্কুল শিশুদের সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা বিনামূল্যে “চাইল্ড কেয়ার” সেবা প্রদান করা।