তাজুল ইসলাম॥ বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা। এগিয়ে যাও শান্তি, আনন্দ এবং অগ্রগতির লক্ষ্য নিয়ে। হার জিত থাকবেই। সমস্যা নেই যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ সেভাবেই এগিয়ে যাও, জয় আসবেই। লক্ষ্যে তোমরা পৌঁছবেই। দেশকে তোমরা সম্মানিত ও গর্বিত করবেই। সমালোচকের সমালোচনা উর্ধে¦ উঠে এগিয়ে যাও। ১৬ কোটি বাঙালীর চেতনা, অনুপ্রেরণা, উৎসাহ , ভালবাসা ও আর্শিবাদ নিয়ে এগিয়ে যাও। তোমাদের জয়ে জাতি যেমন উদ্বেলিত তেমনি তোমাদের পরাজয়েও, একত্রিত এবং আগামীর জয় প্রত্যাশায় অপেক্ষিত। তোমাদের লক্ষ্য স্থির করে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাও সাফল্য পাবেই। শুভকামনা রইল তোমাদের আগামীর প্রতি।