টিআইএন॥ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ধানমন্ডি ৩২ নাম্বারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসলে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর দোহিত্র, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক।
এই সময় তিনি হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। রেদওয়ান মুজিব সিদ্দিক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সেখানে অবস্থানকালে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখান এবং এ জাদুঘর সম্পর্কে অবহিত করেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট মুগ্ধ এবং গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধুর সৃষ্টিশিলতা এবং এই অগ্রসরমান বাংলাদেশ। তিনি দর্শনার্থী বইয়ে সহি করেন এবং আগামী দিনের উন্নয়নে বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণে বাস্তবতা অনুধাবন করেন।