ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “উন্নত স্যানিটেশন সূস্থ্য জীবন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগীতায় গতকাল (১৭ অক্টোবর) সকালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশ্ব হাত দোয়া প্রদর্শন।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা কৃষি অফিসার মো.কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহমেদ,কসবা প্রেসক্লাব সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মো.খোরশেদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক সুলতান ও কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.আবদুল মতিন।
অনুষ্ঠানে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর কর্মকর্তা-কর্মচারীগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।