এডঃ মোঃ হারুনুর রশিদ খান
বেকারত্ব মহা-ব্যাধি সর্বলোক জানে,
নিরাময়ে কয়জনই তা ভাবে।
কর্মক্ষম পাবে কর্ম, এযে সংবিধানের নীতি,
হতে হবে কার্যনীতি।
বেকার জীবন হয়রে অসার,বহে নিরাশার ভার,
বেকাররা কর্ম পেতে দ্বারে দ্বারে ঘুরে,
এ খবর কেহ নাহি রাখে।
নাহি পারে বাঁচিতে,নাহি পারে আশা মেটাতে,
কেউ কঠিন যন্ত্রনার অপরাধে ঢুকে।
কেউ বা বেদনাবিধূর হৃদয়ে ইহকাল ত্যাগে নিরব জায়গা খুঁজে।
বহু মন ভাবিতে ভাবিতে সুখের পায়া,
চলে যায় বেলা,চলে যায় আশা,
তবু নাহি খুঁজে পায় সুখের ছায়া।