তসলীমুর রেজা॥ নব-নির্বাচিত সাধারন সম্পাদক আজ কমিটির নাম ঘোষনা করেছেন। সেখানে তারুন্যে ও আওয়ামী পরিবারকে মূল্যায়ন করা হয়েছে। উৎফুল্ল তৃণমূল। এগিয়ে চলুন বীর দর্পে। সারাদেশ ব্যাপি আলোড়ন সৃস্টি করে দিন। সারাদেশের তৃণমুলকে জাগিয়ে তুলুন । আগাম নির্বাচনের প্রস্তুতি হিসাবে তৃণমুলকে সম্পৃক্ত করুন। যেভাবে ঝটিকা অভিযানে গিয়ে যাত্রী বেসে বাসে চড়েছেন, ত্রুটি ধরা পরলে লাইসেন্স বাতিল করে ড্রাইভার প্রত্যাহার করে নিয়েছেন ঠিক তেমনি ভাবে প্রতিটা নির্বাচনী এলাকায় ঝটিকা অভিযান করুন, যেখানে ত্রুটি অনুভুত হবে সেখানের যে দলীয় চালক আছে আগামী নির্বাচনে তার টিকিট বাতিল করে নতুন চালকের লাইসেন্স দিন। সে যেই হউক না কেন; কোন আপস নয়।
আর নতুন চালককে এখনই মাঠে নামিয়ে দিন। যারা তৃণমুলকে মূল্যায়ন করে না তাদের বাদ দিয়ে সৎ আদর্শ ও নীতিবান নেতাদের কাজে লাগিয়ে দিন। যে সকল সাংসদরা তৃণমুলকে জিজ্ঞেস না করে তাদের আতœীয় বা বিশেষ আস্থাভাজন লোকদিয়ে দলকে ধ্বংশ করে দিয়েছে তাদের টিকিট বাতিলের ব্যবস্থা করুন। তাদের না বলে দিন। আমার প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, আপনি শুধু জনগনের নেতাই না, জননেতাও বটে। জনগনের প্রত্যাশা আপনার কাছে অনেক। বিশেষ করে নিবেদিত প্রান আওয়ামীলীগাররা ও তৃণমুলের পরিশ্রমী নেতাকর্মীরা আপনার মুখপানে চেয়ে আছে। তারা আশার আলো দেখেছে। আপনি বলেছেন তৃণমুলের দরজা আপনার কাছে উন্মুক্ত, এতে তৃণমুল মহাখুশি। আপনার নেতৃত্বে আগামীতে হাইব্রীডমুক্ত নিবেদিত প্রানের সংগঠন হউক বাংলাদেশ আওয়ামীলীগ। জয় বাংলা -জয় বঙ্গবন্ধু।