ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার পৌর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ ও যৌন হয়রানীকে লাল কার্ড শীর্ষক সচেতনতামুলক কর্মশালা অনষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহমেদ, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুফ ভূইয়া।
অনুষ্ঠানে বাল্যবিবাহের সুফল ও কুফল সম্পর্কে উপস্হিত ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন: জেলা প্রশাসক মো.রেজওয়ানুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো সোলেমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাফর আহমেদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন; সরকার বাল্যবিবাহ ও যৌন হয়রানী রোধে সর্বাত্মক চেস্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহন করে সরকারের প্রচেষ্টাকে আরও বেগবান করব। তিনি উপস্হিত ছাত্র/ছাত্রীদের উদ্যেশ্যে বলেন তোমরা লেখাপড়া শিখে দেশকে আলোকিত করবে, তোমরা বাল্য বিবাহে রাজি না হয়ে প্রতিরোধ গড়ে তোল। পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্যেশ্যে করে বলেন আপনারা সচেতন হউন। ছেলে-মেয়েদেরকে বাল্য বিবাহ দিয়ে তাদের জীবনটাকে ধ্বংশ করে দিবেন না। পরে লাল কার্ড উচিয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।