টিআইএন॥ বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স এর ১৩তম সমাবর্তনে প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসকদের মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। তিনি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সমাজের বিত্তবানদের ভূমিকা রাখার আহ্বান জানান। গত ৩ বছরে চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর শেষ করা প্রায় দেড় হাজার চিকিৎসককে সমাবর্তনের মাধ্যমে সনদ তুলে দিলো বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে এই চিকিৎকরা তাদের সেবার মনোভাব নিয়ে দেশবাসীকে তথা বিশ্ববাসীকে সেবা করে যাবেন। সৃষ্টিকর্তার দেয়া সমস্ত গুণগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন আগামীর সোনালী সাফল্য তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে।