ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো; যুব র্যালী, আলোচনা সভা, সফল যুবকদের পুরস্কার বিতরণ ও ১৯জন প্রশিক্ষীত যুবককে ৮ লাখ টাকা ঋণ বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট আনিসুল হক ভুইয়া বলেন, ‘একটা দেশের শক্তি হলো প্রশিক্ষীত যুব সমাজ। সরকার লক্ষমাত্রা অর্জনে যুবকদের বহুমাত্রিক কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।’ তিনি যুব ঋণ নিয়ে কসবার সফল যুবক সোহাগ ও শিউলির ভূঁয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। বক্তব্য রাখেন; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাছিনুর রহমান তালুকদার, বেসরকারী সংস্থা ও.ডি.পি চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, অনলাইন দুরন্ত খবর সম্পাদক ও কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, সফল যুবক শিউলী আক্তার ও মো. সোহাগ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, ক্রেডিট সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।