ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী কসবা মোসলেমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি আয়োজিত মাস ব্যাপী কাঠের মেলায় এলাকার বিপুল সংখ্যক দর্শকের সমাগম হচ্ছে। খেলায় মোটর সাইকেল ও প্রাইভেট কার চালনার খেলাটি দর্শকদের প্রশংসা কুড়িঁয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দক্ষ চালক মো: সারোয়ার হোসেন দু’হাত ছেড়ে দিয়ে পাখির মতো উঁেড় বেড়াচ্ছে। প্রতিদিন খেলাটি দেখার জন্য মেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম হচ্ছে।
এদিকে খেলোয়ার চালক ঠাকুরগাঁও সদর উপজেলার মো: সারোয়ার হোসেন গতকাল সাংবাদিকদের জানান, সরকারি ভাবে সকল প্রকার দক্ষতার সনদ গ্রহন করে জীবনের ঝুকিঁর নিয়ে খেলাটি পরিচালনা করে দর্শকদের মনে আনন্দ দিয়ে যাচ্ছেন। সে আরও জানায় যে তার খেলা দেখে দর্শক আনন্দ পেলেই খেলোয়ার হিসেবে সেও আনন্দিত অপরদিকে কিছু সংখ্যক খেলোয়ার দক্ষতার সনদ না নিয়েই খেলাটি পরিচালনা করে দুর্ঘটনা ঘটিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি অবিলম্বে অদক্ষ চালক দ্বারা অবৈধভাবে মোটর সাইকেল ও প্রাইভেটকার চালনার খেলা বন্ধ রাখার জন্য সদাশয় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর অনরোদ জানিয়েছেন।