ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল রবিবার (৩০ অক্টোবর) দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন সুলতানা, কুটি ইউপি চেয়ারম্যান হাজী মো: নজরুল ইসলাম জিতু, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো: ইকবাল হোসেন, খাড়েরা ইউপি চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন ভূইয়া, বায়েক ইউপি চেয়ারম্যান মো: আল মামুন ভূইয়া, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এম.এ মান্নান, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী ভূইয়া ও বাদৈর ইউপি চেয়ারম্যান মো: আবু জামাল খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কসবা পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য, মসজিদের ইমাম, এলাকার কাজী, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।