ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥ কসবা জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের আয়োজনে গতকাল রোববার ওই প্রতিষ্ঠানে (৩০ অক্টোবর) স্কাউটস ওন ও আলোচনা সভা ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; ওডিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু। স্কাউট ওন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জে. কে. ইন্টারন্যাশনাল খাবুশকি খাইশা লি. এর ব্যবস্থাপনা পরিচালক (জাপান)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলা কমিশনার আয়েশা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. অলিউল্লাহ সরকার অতুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সাংবাদিক ভজন শংকর আচার্য্য, মো. রুবেল আহমেদ, শিক্ষক আমিনুল ইসলাম, ওই গ্রুপের সিনিয়র পেট্রুল লিডার ফয়সাল আহমেদ নিলয়, মাহবুবা জান্নাত তুলারী, স্কাউট আকরাম হোসেন ভুইয়া, হৃদয় মিয়া, মোবাররত হোসেন নাবিল, সামিউল ইসলাম, অভি প্রমুখ।
উদ্বোধক খোবাইশ মোহাম্মদ এ. বাতেন জেনেটিক কম্পিউটার স্কাউট গ্রুপের স্কাউটদের সুশৃঙ্খিল জীবন-যাপন দেখে অভিভুত হয়েছেন। তিনি জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপকে ওয়াকি টোকি ক্রয় বাবদ ২১হাজার টাকা অনুদান ঘোষণা করেন। তাছাড়া জাপান থেকে তিনি জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপকে প্রতি মাসে সহযোগীতা করার আশ^াস দেন।