নয়ন॥ আজ (৪/১১/১৬ইং) শুক্রবার ঢাকাস্থ কসবা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পুর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবার অহংকার ও ছাত্রদের অভিভাবক হিসেবে দীর্ঘদিন ধরে যে মানুষটি তার সময়-জ্ঞান ও পরিচর্যা কাজ চালিয়ে যাচ্ছেন তিনি হলেন জনাব তাজুল ইসলাম; পরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি উক্ত সভার মধ্যমনি ও উক্ত পুর্নমিলনী সভার পৃষ্ঠপোষক। তাঁর সুচিন্তিত মতামত ও বুদ্ধিমত্তার কারণে দুভাগে বিভক্ত ছাত্র কল্যাণ পরিষদকে একত্রিত করে সকলের প্রয়োজনে প্রত্যেককেই এগিয়ে আসতে আহবান জানান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বরত কমিটির প্রত্যেকে তাদের বক্তব্য দেয়ার পর উপস্থিত অতিথিরা একে একে বক্তব্য দেন। এর মধ্যে বক্তব্য রাখে সদ্য নির্বাচীন ৬ নং গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এবং সমাজ সেবক মোখলেছুর রহমান ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জনাব রাজিব ভাই। জনাব তাজুল ইসলাম তার মুল্যবান বক্তৃতা দেয়ার পর অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে সভার প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন। দ্বিতীয় পর্বের শুরুর প্রাক্কালে উপস্থিত সকলকেই নাস্তাদিয়ে আপ্যায়ন করা হয়। ঢাকার কাকরাইলস্থ ডিপলোমা ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে দ্বিতীয় পর্বের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন কসবার ভবিষ্যৎ সোনালী প্রজন্ম। ব্যন্ড দলের পরিবেশনায় অনুষ্ঠানের মধ্যদিয়ে পুর্নজাগরিত হলো কসবা এক এবং কসবার উন্নয়ন জ্ঞান রোল মডেল হবে বাংলাদেশের বাকি জেলা ও উপজেলাগুলোতে।