“মা”

এডঃ মোঃ হারুনুর রশিদ খান

 

সন্তান মায়ের হৃদয় মণি,নয়নের ছবি,

মায়ের জঠরে ভ্রণ হয় না যেন ক্ষতি,

মা রহে মঙ্গল মতি,

সন্তান ভূমিষ্টে মা বেঁহুশ,ধ্বনিতে হয় হুঁশ।

শত রোগ,শত যন্ত্রনা ভোগে, সন্তানের সেবা যত্নে তবু

ক্ষুধার জ্বালায় সহে,সন্তানের অাহার যোগাতে,

হন্যে হয়ে ঘোরে।

সন্তান বাহিরে,জননী দুঃশ্চিন্তায় রহে,

কেহ নাহি জানে।

তাহারই মহা-সংকটে মা চায় জীবন বাঁচাতে-

নিজ জীবন তুচ্ছভাবে।

স্বজনের শত চোখ রাঙ্গানি মা সহ্য নয় শুধু-

সন্তানের যন্ত্রনাও নীরবে সহে তবু।

শত কষ্ট,শত বেদনা,শত নির্যাতন বহে,

সন্তানের মঙ্গল কামনায় সদা মগ্ন রহে,

জননী হারালে সন্তান,বেদনায় জীবন-কাল,

ধরনী হয় তুচ্ছ তাঁর।

যতদিন ভাবে অশ্রু সিক্ত নয়নে সন্তানের ছবি অাঁকে অন্তঃকরনমণে

যত বৈভব, যত ক্ষমতা স্বজন রবে ভবে,

মায়ের অভাব পুরিতে নাহি পারে,

কভু নাহি মায়ের অবহেলা,

মায়ের সম নাহি এ ধরায়।

Leave a Reply

Your email address will not be published.