নয়ন॥ ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’র আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ’ পুরস্কার চালু হয়। কুয়েতের অর্থ সহযোগিতায় পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার, যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
এই অর্জনের জন্য বাংলাদেশ আজ গর্বিত। আমরা প্রশান্তি পরিবার তোমাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছ। কামনা করি তোমার কাজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতির সর্বোচ্চ শিখরের। দীর্ঘায়ূ হও এবং দেশ ও জাতিকে আরো গৌরব ও সম্মানের উচু স্থানে অধিষ্ঠিত কর।