ফাহাদ বিন হাফিজ; নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হবে ন্যায়-নীতি আদর্শ এবং মানবতার কল্যাণের নিম্মিত্ত্বে। পরিচালিত হবে সেবার মনোভাব এবং উন্নয়নের লক্ষে অগ্রগতি তরান্বিতের দৃঢ় লয়ে। যে লক্ষ নিয়ে জাতির পিতা নিজ জীবন বাজি রেখে দেশকে দিয়েগেছেন সকল কিছু। যা এখন শুধু আহরিত করে সুশৃঙ্খলভাবে স্বচ্ছতা ও নৈতিকতার মানদন্ডে সাজিয়ে কাজে পরিনত করার মাধ্যমেই আমাদের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ লাভ করবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপর বিশাল দায়িত্ব আর এই দায়িত্বকে সুচারুরূপে পালন ও বাস্তবায়ন করতে হলে দলকে হতে হবে আরো স্বচ্ছ এবং জনগণের নিকট দায়বদ্ধ বা জবাবদিহীর মনোভাবাপন্ন। নিজের আখের গুছানো মনোভাবাপন্ন লোকদের হাত থেকে দলকে মুক্ত রাখতে হবে। তাই সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ‘রাজনীতির মাঠ থেকে টাউট বাটপারদের হঠাতে হবে’।
তিনি বলেন, রাজনীতিতে অনেক সুবিধাভোগী বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে। সুস্থ ধারার রাজনীতি করতে হলে এ সকল টাউট বাটপার সুবিধাভোগীদের হঠাতে হবে। গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও মাদক সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের অনেক উন্নতি হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করছে। তবে এখন বড় বাধা হচ্ছে মাদক। তরুনদের এ বিষয়ে সতর্ক হতে হবে। মাদক থেকে তরুনদের দূরে থাকতে হবে। অভিভাবকদের সচেতন এবং সজাগ দৃষ্টি রাখতে হবে সন্তানদের উপর। সমাজের মুরুব্বিদেরও দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। শুধু নিজের সন্তান বা পরিবারের দায়িত্ব পালন করলেই হবে না বরং সমাজেরও দায়িত্ব নিতে হবে।