এডঃ মোঃ হারুনুর রশিদ খান
ওগো জন্মভূমি, তুমি-ই প্রাণ,তুমি-ই মোদের অহংকার,
মাগো জানাই, শ্রদ্ধা জানাই, সালাম তোমায় বারংবার।
তুমি শস্য-শ্যামল বৃক্ষরাজির বিচিত্র রূপের আধার
খাল-বিল, নদী-নালা, সাগর ঘিরে তোমার এক অনন্য অবস্থান।
তুমি মাছে-ভাতে ফল-ফলাদিতে দাও মেধা-শক্তি যোগান,
মাগো তোমার সর্বাঙ্গে রয়েছে মণি-মুক্তা অজস্র সম্পদের বাহার
তুমি অসীম প্রাচুর্য্যে অপরূপে বিশ্ব মানচিত্রে করেছ স্থান।
ওগো জন্মভূমি ফুলে-ফলে সাজিয়েছ অপূর্ব রূপের শোভন
তোমার জ্ঞানে-গুণে দেশ-বিদেশে মোদের বরেন্য জীবন।
মাগো তুমি ধনে-জনে অফুরান নেই কোন পিছু টান,
তোমার বিচিত্র রূপে বিশ্ববাসীর রয়েছে দৃষ্টি নন্দন।
মাগো,কত স্নেহ কত মায়ার আবরনে আগলে রাখ সারা জীবন
বহু দেশ ঘুরে পাইনি ঐশ্বর্য ও বিচিত্ররূপ তোমার মতন,
তোমার কোলে জন্মে মাগো সার্থক মোরা, ধন্য মোরা,
তোমায় অভিবাদন।