আন্তর্জাতিক ডেক্স॥ বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্কটা আত্মার। শত প্রলোভনেও ছেড়ে যাননি প্রিয় এই ক্লাব। ইউরোপিয়ান ফুটবলের পাট ন্যু ক্যাম্পে শেষ করার ঘোষণা দিয়েছেন বহুবার। তবে করের ঝামেলায় এখন তিতিবিরক্ত লিওনেল মেসি। সাজা পর্যন্ত হয়ে গেছে ২১ মাসের, যদিও আইনের ফাঁকে যেতে হয়নি জেলে। এমন সময়েই বোমাটা ফাটাল মাদ্রিদের ক্রীড়া দৈনিক মার্কা। ‘মেসি সেলো পিয়েনসা’ শিরোনামে তাদের গতকালের খবরের মূল সুর আগামী বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে কর মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করতে রাজি নন মেসি। এমন বোমার বিস্ফোরণটা হলো তাই ইংল্যান্ডে। বার্সা ছাড়লে যে মেসির পরের ঠিকানা ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি! স্বাভাবিকভাবে ইংলিশ দৈনিকগুলো এ নিয়ে মেতেছে নানা বিশ্লেষণে।
বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ গত অক্টোবরে সাক্ষাৎকার দিয়েছিলেন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে। মার্কার খবর ছাপার অনেক আগেও তাঁর কণ্ঠে ছিল অনিশ্চয়তার সুর, ‘২০১৮ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি আছে আমাদের। ভবিষ্যতে কী হবে কেউ জানে না। কয়েক মাসের মধ্যে আলোচনা করব মেসির সঙ্গে। বোঝানোর চেষ্টা করব ও বিশ্বের সেরা ক্লাবেই আছে। আমাদের সঙ্গে মেসি জীবনের সেরা সময় কাটিয়েছে, এটাই ওর আদর্শ জায়গা।’ নেইমার, সুয়ারেস, রাকিতিচদের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলেছে বার্সা। মেসির সঙ্গেও পাঁচ বছরের নতুন চুক্তি করতে মুখিয়ে কাতালান জায়ান্টরা। খোদ বার্তেমেউ পর্যন্ত বলেছিলেন, ‘চাইলে আজীবনের চুক্তি করতে পারে মেসি।’ কিন্তু মার্কার খবর, গত জুলাইয়ে মেসি সিদ্ধান্ত নেন ২০১৮ সালের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করবেন না তিনি। ক্লাবের জন্য যতই ভালোবাসা থাক জেল, জরিমানা কিংবা আদালতে চক্কর কাটতে কার ভালো লাগে?