মোঃ হারুনুর রশিদ খান
ওরে নবীন, ওরে জোয়ান, এই পৃথিবী কর্মশালা
করিসনে কোন অবহেলা, পড়তে হবে জয়ের মালা
শুভ যাএায় রহেনা বাধা, নবদিগন্তে পৌছাবে বার্তা,
ওরে নতুন, ওরে প্রবীন, ভাবতে গেলে হারাবে পথ
থেমে যাবে জয়ের রথ
ওরে প্রবীন বয়স বয়স করে করিসনে অবজ্ঞা
শুভ কর্মে নেই তো বাধা, নেই তো দ্বিধা
পরনিন্দা দিসনে কান, মহাকাশে হবে স্থান
ওরে নবীন, ওরে প্রবীন, জ্ঞান গরিমা, জন হিতে
সৎ সাহসে এগোবে যখন, বিজয় নিশান আসবে তখন।
শক্তি সাহস কর পুঁজি, ছুড়ে ফেল অসৎ রুজি,
ওরে জোয়ান, ওরে বৃদ্ধ, ন্যায় নীতির ঝান্ডা ধর,
আপনীতি দাফন কর।
ওরে নবীন ওরে জোয়ান মিথ্যার জয় ক্ষনকাল, সত্য রবে চিরকাল
ওরে নব্য, ওরে প্রবীন মিথ্যের করো প্রতিবাদ,
ধরনী হবে স্বর্গ -বাস।