টিআইএন॥ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ধানমন্ডি এলাকাবাসীর বিভিন্ন কথা শোনেন। সমাধানযোগ্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। বাকিগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আমার বাবা ধানমন্ডি লেক সংস্কার করেছেন। এরপর আর কোনো সংস্কার হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি। পরিকল্পনা নিয়ে একটি অত্যাধুনিক প্রকল্প গ্রহণ করা হবে।
আগামী জানুয়ারি মাসের মধ্যে ধানমন্ডি লেকে একশ’টি সিসি ক্যামেরা বসানো হবে। একইসঙ্গে লেকের সৌন্দর্য ফেরাতে মিউজিক্যাল ফাউনটেইন (ঝরনা) ও থ্রিডি লেজার শো বসানো হবে। লেকের নিরাপত্তায় নিয়োগ দেয়া হবে আরো ৫০জন কমিউনিটি পুলিশ ।
বাণিজ্যিক স্থাপনা ও স্কুল-কলেজ প্রসঙ্গে বলেন, এটা দীর্ঘ ৫০ বছরের সমস্যা। একদিনেই সমাধান সম্ভব নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ফুটপাত, দোকান ও স্কুল সরানো হবে। মেয়র বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে ডিএসসিসির সব ওয়ার্ডে এলইডি লাইট বসানো হবে। নগরভবন থেকে এসব লাইটের আলো বাড়ানো বা কমানো হবে।