এডঃ মোঃ হারুনুর রশিদ খান
প্রবাস নয় স্ব-আবাস, প্রবাস জীবিকা নির্বাহের প্রয়াস,
জীবন-যৌবন মিলন, যাপনে শান্তির ভুবন।
পরিজনের ব্যায় মিটাতে ভিটা বিকিয়ে যায় বিদেশে,
বহুজন পায়রে কর্ম, বহুজন প্রতারনার খপ্পরে,
কর্মহীন কেউ রহে হাজতে কেউ বা ঘুরে অনাহারে,
স্ত্রী-পুত্র স্বজনেরা হতাশায় ভোগে।
প্রবাস জীবন হয়রে সফল, যখন পরিজন রহে কর্মস্থলে,
প্রবাস কর্মে হয় অর্থ যোগান, তুব পরিবারের আসে না সুখ শান্তির বান।
বিদেশ, চোরাই পথে কেউ সার্থক, কেউবা প্রাণ হারায় অনর্থক।
সন্তান রেখে পিতা-মাতা বিদেশ গমনে, ওদের অভাবে ঢুকে পড়ে অপরাধে,
প্রবাসী কর্মের অর্থ, জাতীয় উন্নয়নে রাখে গুরুত্ব।
লেখাপড়ায় বিদেশ গমন, পরিজন পায় শান্তির ভুবন,
সরকারি উদ্যেগে বিদেশ গমন,দেশ পায় রতেœর বাহন।
কারিগরি শিক্ষায় হলে যতœবান, দেশে হবে কর্মের যোগান,
শিল্প কারখানা গড়ে তোলে, কর্ম সংস্থানের সুযোগ মেলে।
দেশীয় কর্মে হলে মনযোগ পরিজন পাবে উন্নতির সুযোগ,
স্বদ্যোগে, শিল্প গড় বহুবিধ, খোঁজে পাবে না বেকারত্বের ভিত।
বিদেশ যাইতে হইওনা ব্যাকুল, সমবায়ে গড়ে তোল ক্ষুদ্র শিল্পের সুযোগ,
হবে না কর্মের অভাব জাতীয় জীবনে বহিবে উন্নয়নের প্রভাব।