ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ প্রথম আলো পত্রিকায় ঐক্য ন্যাপ সভাপতি ও সামাজিক আন্দোলনের নেতা পঙ্কজ ভট্টাচার্যের এক স্বাক্ষাৎকারে আংশিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নির্বাচনী এলকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত ২১ নভেম্বর ২০১৬, বর্ষ-১৯, সংখ্যা ১৮ এর ১০ পৃষ্ঠায় ‘নাসিরনগর ও সাওতাল পল্লীতে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে’ শিরোনামে স্বাক্ষাৎকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এলাকায় আসেন না ও আওয়ামী লীগ জেলা সভাপতির সাথে দ্বন্ধ রয়েছে বলে পঙ্কজ ভট্টাচার্য উল্লেখ করেছেন।
বিবৃতিদাতাগন বলেন; আইনমন্ত্রী যথরীতি নিয়মিত এলাকায় আসেন। জেলা সভাপতি র. আ. ম. ওবায়দুল মোক্তাদীর চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা নেতৃবৃন্দের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন; আনিসুল হক মন্ত্রী হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করছেন। এলাকায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রয়েছে এবং আইন শৃঙ্খলা পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে। নাসিরনগর এলাকায় আনাকাঙ্খিত ঘটনার সময় মন্ত্রী মারাত্মক অসু¯’ ভাইকে আমেরিকায় দেখতে গিয়েছিলেন। আবার ফিরে এসে পুনরায় রাষ্ট্রীয় কাজে ফিলিপাইনে গেছেন। প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছেন; কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল, আওয়ামী লীগ কসবা উপজেলা যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, ওডিপির চেয়ারম্যান আজিজুল ইসলাম বা”চু, ছাত্রলীগ কসবা উপজেলা সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ কসবা উপজেলা নেতা পীযূষ কান্তি রায়, রতন সাহা, পূজা উদ্যাপন পরিষদ নেতা দিলীপ কুমার রায়।