টিআইএন॥ ২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ঘোষিত ছুটি অনুযায়ী, ২০১৭ সালের সাধারণ ও নির্বাহী সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। এর মধ্যে দশ দিন পড়েছে শুক্র ও শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ইংরেজি ২০১৭ সালে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। অপরদিকে নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।