ইসরাত জাহান লাকী॥ ঐতিহাসিক ৮ ডিসেম্বর। ঐতিহাসিক এই দিনে সকলকে স্বাগত জানায়। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মনড়িয়া হানাদার মুক্ত হয়ে ছিল। এই দিনে মুক্তিযুদ্ধের সকল বীর সেনানীদের জানাই সশ্রদ্ধ সালাম, যাদের আত্মত্যাগে বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি। বঙ্গবন্ধুর ডাকে ঝাপিয়ে পড়ে এই দিনেই মুক্ত করেছিলেন আমাদের এই প্রীয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন দেশের অনেক জ্ঞানী, গুণি এবং ইতিহাস জন্মদাত্রী মহান ও মহীয়সী গুণীজন। শ্রদ্ধা জানাই সেই সকল বীরদের যাদের পদচারনায় এই ব্রাহ্মণবাড়িয়া আজ স্বসম্মানে মাথা উচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বুক চীরে। স্মরণ করি সেই সকল বীরদের যাদের আত্মত্যাগে আমরা আজ গর্বের সঙ্গে বলতে পারি দেশ বাংলাদেশ এবং জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার অগ্রসরমান ধারাবাহিক ক্রমানুগতিক উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত থাকুক এই কামনায় রইল বিজয়ের লগ্নে।