এডঃ মোঃ হারুনুর রশিদ খান
গোর মানুষের পরকালের প্রথম স্তর, যেথায় নেই ধরার খবর,
গোর,প্রথম বাসস্থান যেথায় দিতে হয় কর্মের হিসাব।
ধরনীতে মানুষ বিচিত্র সুখের স্বাধ বরণে ব্যস্ত রয়,
যে জন ভাবে গোরের কথা,
সে জন পায় স্বর্গের দেখা।
ধরাতে ভোগ বিলাসে মানুষ বাসস্থান বদলায় বারবার,
গোর বদলের সুযোগ পাবে না একবার।
স্রষ্টা,বুদ্ধি বিবেক দিয়ে মানব জাতি করেছেন সৃজন,
পরকালে রেখেছেন হিসাবে যাপন।
স্রষ্ঠার বিধি-নিষেধ পালনে পাবে গোরের ধরণ,
ভবের লীলা শেষে গোরের মঞ্চ সাজে।
মানুষ যতই রবে উঁচু স্থানে, যেতে হবে গোরস্থানে,
জন্মিলে মরতে হয়, এই ভাবনা যত রয়,
পূন্য কর্ম তত হয়।
গোর নিয়ে হলে সতর্ক, গোর-ই হয় স্বর্গ।