ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস কসবা উপজেলা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মো.নাছির উদ্দিন সারোয়ার, কসবা প্রেসক্লাব সভাপতি ও সিডিসি স্কুল প্রতিষ্ঠাতা মো.সোলেমান খান, আড়াইবাড়ি কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড.সায়ীদ মুহাম্মদ ফারুক, মুক্তিযোদ্ধা সন্তান মোসাম্মত নাসিমা বেগম, মুক্তিযোদ্ধা মো.সামছুল আলম, পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ, শিক্ষক মো.ইয়াছিন আরাফাত।
বক্তাগন শহীদ বুদ্ধিজীবী দিবস এই প্রথমবারের মতো পালন করার সরকারী নির্দেশ আসায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। ক্ষুদা ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে বক্তাগন মন্তব্য করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুল ইসলাম তালুকদার।