তাজুল ইসলাম॥ বাঙ্গালী নারীদের এখন আর ঢেকিতে চাল বুনতে দেখি না, সে যে কি মজার দিন ছিল মা ঢেকিতে চাল বুনতেন আর সে আাল দিয়ে তৈরী ভাত খেতে না কত মজা লাগত। এখনাকার ২৫ বছরের নিচে যে সকল মেয়েদের বয়স ওরা তো ঢেকি চিনে ও না। ছেলেমেয়েদের চিনানোার তাড়ানাতেই এই লিখা এবং ছবি। আজ প্রায় বিলীন হয়েছে আবহমান বাংলার চিরায়ত রূপ। কত সুন্দর, কত নিবির যোগসূত্র এবং আন্তরিকতার বন্ধন হলো অতীত এবং স্বপ্ন। হয়ত আবার ফিরে আসবে আর মানুষ উপভোগ করবে আবহমান বাংলার রূপ। এই প্রতিক্ষায় রইলাম।