নারায়নগঞ্জ প্রতিনিধি॥ আমাদের দেশে যে হারে কওমি মাদরাসা আছে, সেগুলোতে নারী- পুরুষ সমান হারে লেখাপড়া করছে। কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই মাদরাসাগুলোতে আরো কি শিক্ষা দেয়া হচ্ছে তার নজরদারী সরকার করছে কিনা? ধর্মীয় শিক্ষার নামে নারীদের ভিন্ন শিক্ষা দেয়া হচ্ছে কিনা, তার জন্য সরকারের নজরদারী বাড়াতে হবে। দেশের যেকোন স্থান থেকে ঢাকা যেতে হলে নারায়ণগঞ্জের কাঁচপুর হয়ে যেতে হবে। কিন্তু এখানে দেখবেন বহু মাদরাসা গড়ে উঠেছে। কিন্তু এই মাদরাসাগুলোতে কি শিক্ষা দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। আজকে পুরুষের তুলনায় নারীরাও সমানতালে এগিয়ে চলছে। বাইরে বের হলে দেখা যাবে নারীরা প্রচুর পরিমানে হিজাব পরছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এই পর্দার আড়ালে তারা বিপদগামী হচ্ছে কিনা ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা এগুলোতে নজরদারি করতে হবে। আমার নারায়ণগঞ্জে অনেক কওমী, সুন্নীজামাতের মাদরাসা আছে। যেগুলোর মধ্যে অনেকটিতেই আমার যাতায়াত আছে। আমার নিজেরও একটি মাদরাসা এতিমখানা আছে। এখানে বাংলা ইংরেজীর পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে। আমাদের দেশে সুফিবাদ ইসলাম প্রচার করেছেন। আমরা সেই সুফিবাদের থেকে অনেক পিছিয়ে পড়েছি। আমাদের এই টাকে আরো সামনে নিয়ে আসা দরকার। ওলামা মাশায়েখ ও বক্তাদের প্রতি নারীদের ঘরে বসে থাকার ফতোয়া না দিয়ে মা ফাতেমা রা. ও বিবি আয়েশা সিদ্দিকা রা. জীবনী অনুসরন করে চলতে নারীদের পরামর্শ দেয়ার আহবান জানান। আয়েশা রা. যুদ্ধ করেছন, ফাতেমা রা. বিজনেস করেছেন এখনও নারীদের এভাবে তৈরি করতে হবে। দেশের উন্নয়ণ অগ্রযাত্রায় নারীরা এখন এগিয়ে যাচ্ছে। তাই নারীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।