ওমর শাহ॥ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জন কেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বসতি নির্মাণ অব্যাহত রাখার কারণে ফিলিস্তিনি সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মারাত্মকভাবে অচলাবস্থার মুখে পড়েছে। একইসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি ইসরাইল-বিরোধী প্রস্তাব পাস হওয়ার বিষয়ে মার্কিন অবস্থানকে জোরালো ভাষায় সমর্থন দিয়েছেন।
গত শুক্রবার পাস হওয়া ওই প্রস্তাবে ফিলিস্তিনি ভূখ-ে ইহুদি বসতি নির্মাণের নিন্দা করা হয়েছে এবং ইসরাইলকে আন্তর্জাতিক আইন অমান্য করার জন্য অভিযুক্ত করা হয়। এ সম্পর্কে গতকাল (বুধবার) কেরি বলেন, ইসরাইলের কর্মকা-ের জন্যই নিরাপত্তা পরিষদে ওই প্রস্তব পাস হয়েছে। বিরতিহীনভাবে ফিলিস্তিনের ভূমি জবরদখলের কারণে শান্তির আশা নস্যাৎ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেন, ফিলিস্তিন সংকটের একমাত্র ও স্থায়ী সমাধান হচ্ছে- দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠা করা। ওয়াশিংটনে বহুসংখ্যক কূটনীতিকের সামনে মধ্যপ্রাচ্য নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার ভিশন তুলে ধরতে গিয়ে কেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, জর্দান নদী ও ভূমধ্যসাগরের মাঝখানের ভূখ-ে প্রায় সমান সংখ্যক ইহুদি ও ফিলিস্তিনি বসবাস করছেন। এখন তাদেরকেই বেছে নিতে হবে- তারা একসঙ্গে বসবাস করবেন নাকি আলাদা রাষ্ট্রে থাকবেন।
জন করি ইসরাইলের সমালোচনা করলেও তিনি বলেছেন, আগের প্রেসিডেন্টদের মতো বারাক ওবামাও ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: পার্সটুডে