টিআইএন॥ আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীকরণের (কনফার্ম) লক্ষ্যে এ সম্পর্কিত আনসার ব্যাটালিয়ন (সংশোধনী) ২০১৬ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, আইনটি পাস হলে ৬ বছর দায়িত্ব পালনের পর এই আধা পুলিশের (প্যারা পুলিশ) একজন সদস্যের চাকরি স্থায়ী হবে। আগে এর মেয়াদ ছিল ৯ বছর। অর্থাৎ ৬ বছর সংযুক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করলে একজন আনসার সদস্যের চাকরি স্থায়ীকরণের বিবেচনায় আসবে। বৈঠকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের শেরপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণে বন বিভাগের প্রকৃতিক ও সৃষ্ট বনাঞ্চলের গাছ কাটা ও সরিয়ে নেয়ার অনুমতি দেয়া হয়।
৩ কিলোমিটার এই গ্যাস পাইপলাইন স্থাপনে ৪ হাজার ১১টি বড় গাছ ও ৯ হাজার ৩৪৫টি ছোট গাছ কাটা পড়বে। অবশ্য এর ক্ষতিপূরণ হবে তিতাস গ্যাস কর্তিত গাছের দ্বিগুণ সংখ্যক গাছ রোপণ করে দেবে।
বৈঠকের শুরুতে সাবেক আইসিটি মন্ত্রী ও সরকারি আমলা মোস্তাফা ফারুকী মোহাম্মাদ’র মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।